পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায়, রক্ত পড়া বন্ধের ৮টি কার্যকরী উপায়!

পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায়।মলত্যাগের সাথে রক্তপাত দেখা খুব খারাপ একটি অভিজ্ঞতা। মলত্যাগের সময় রক্ত অনেক সময় দেখা যায় যেমন অর্শ রোগ অথবা পাইলস ফাটল গেস্টো এন্টারাইটিস পেটের সমস্যা এবং এমনকি মলাশার ক্যান্সারের সঙ্গে। যদি আপনার মলত্যাগের সাথে রক্তপাত হয় মনে রাখবেন এটা স্বাভাবিক নয় এটার তদন্ত করার প্রয়োজন আছে। নয়তো একটা সময় গিয়ে ক্যান্সার হতে পারে। তাই আজকে আমরা জানবো, পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায়, মলদ্বারে রক্তক্ষরণ এর উপসর্গ,পায়খানার সাথে রক্ত আসার কারণ, পায়ুপথ দিয়ে রক্ত বের হলে করণীয় কি,পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের খাদ্য অভ্যাস, মলদ্বারে রক্তক্ষরণ এর চিকিৎসা,রক্ত পড়া বন্ধের ৮টি কার্যকরী উপায়, কি কি কারণে পায়ু পথে রক্ত যায় তাই শেষ পর্যন্ত পড়ুন তাহলে এই কঠিন রোগ থেকে মুক্তি পেতে পারবেন।

 

পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায়
পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায়

আমাদের সর্বসাধারণ অধিকাংশ ক্ষেত্রে মনে করে থাকেন রক্ত শুধু পাইলসের কারণেই যায় পায়ু পথে কারো যদি অভ্যন্তরীণ পাইলস হয়ে থাকে তার জন্য রক্ত যেতে পারে। পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায় এটা ছাড়াও কারো যদি রেক্টামে বা কোলনে রেক্টাল পলিব হয়ে থাকে তার জন্য রক্ত যেতে পারে। এনাল ফিসার হলেও অর্থাৎ পায়ু পথটা যদি ফেটে যায় সে কারণেও রক্ত যেতে পারে এটা ছাড়াও কারো যদি ইনফ্লামেটরি বাউয়েল ডিজিজ যেটাকে আমরা আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রোনস্টিজ বলে থাকি তার জন্য রক্ত যেতে পারে।

কারো যদি সলিটারি রেকটাল হয় তার জন্য রক্ত যেতে পারে। পায়খানা করার পরে পায়খানার সাথে রক্ত যায় এবং এ রক্তের পরিমাণ সাধারণত অল্প হয়ে থাকে তবে জ্বালাপোড়া করে ব্যথা করে কারো কারো ক্ষেত্রে অল্প সময় কারো কারো ক্ষেত্রে দীর্ঘ সময় এই জ্বালাপোড়া এবং ব্যথা থাকতে পারে। পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায়..

মলদ্বারে রক্তক্ষরণ এর উপসর্গ:

১. মলদ্বারে লাল বা সাদা রঙের চাপবেঁচের বা রক্তের মিশ্রণ দেখা যেতে পারে।

২. পায়ুপথ দিয়ে নতুন বা পুরোনো রক্ত বের হওয়া

৩. রক্তের পাওয়ার দুর্গন্ধ অনেকে অনুভব করে।

৪. লাল, মেরুন বা কালো পায়খানা হওয়া

৫. অনেকে রক্তক্ষরণ হলে স্বাভাবিক চলবেণী পরিবর্তন অনুভব করে।

৬. মানসিক বিভ্রান্তি, মাথা ঘোরা অজ্ঞান হয়ে যাওয়া।

৭. মলদ্বারে ব্যথা, জ্বালা, খিলান বা অন্যান্য অসুস্থতা অনুভব করা যেতে পারে।

পায়খানার সাথে রক্ত আসার কারণ:

১. কোষ্টকাঠিন্য:

কোষ্টকাঠিন্যের জন্য পায়খানার রাস্তায় বা মলদ্বারে অন্ত্রে কোন স্থান কেটে বা ছিড়ে গেলে মলের সাথে রক্ত যেতে পারে।

২. অ্যানাল ফিসার:

অ্যানাল ফিসারের কারণে মলের সাথে রক্ত যেতে পারে, পায়খানা খুব শক্ত হবে সেক্ষেত্রে তীব্র ব্যথা অনুভূত হতে পারে।

৩. হেমোরয়েডস:

সব ক্ষেত্রেই দেখা যায় যে অ্যানাল ফিসার এর জন্য দায়ি হলো হেমোরয়েডস। হেমরয়েডস হলো যখন আমাদের ক্ষুদ্রান্তের রক্তনালী চাপের কারণে সরু হয়ে আসে।

এছাড়া আমাদের আরো কিছু বিরল ক্ষেত্রে পায়ুপথ বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসতে পারে। যেমন,

কোলন ক্যান্সার
অ্যানাল ক্যান্সার
কোলন ডিজিজ
আলসারেটিভ কোলাইটিস
কোলন ক্যান্সার
কোলন পলিপস
পায়ুপথের দেওয়ালে ঘা
পায়খানার রাস্তায় ঘা
পায়ুপথে অন্যান্য ইনফ্লামেটরি রোগ।

পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায় ৮টি কার্যকরী :

রক্ত পড়া বন্ধ করার জন্য ঘরোয়া চিকিৎসা বা পায়খানার সাথে সাধারণ উপায় অনেকগুলি রয়েছে, তবে সম্পূর্ণ বিশ্বাস এবং সহজে ব্যবহার করার জন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই প্রয়োজন। তবে, কিছু সাধারণ ঘরোয়া উপায় এখানে উল্লেখ করা হলো:

১.পায়খানার সময় তাড়াহুড়া না করা।

২.পর্যাপ্ত আঁশযুক্ত খাবার গ্রহণ করা।

৩.পায়খানার অবস্থা রং ও ধরণ নিয়মিত পর্যবেক্ষন করা।

৪.প্রচুর পরিমানে পানি পান করা।

৫.ধুমপান ও মদ্যপান পরিহার করা।

৬ অতিরিক্ত সময় পায়খানা না করা।

৭.নিয়ম মাফিক খাবার গ্রহণ করা।

৮.কোষ্ঠকাঠিন্যকে অবহেলা না করা। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পরিমাণ মত ইশুপ গুলের ভুসি সেবন করা।

পায়ুপথ দিয়ে রক্ত বের হলে করণীয় কি:

পায়ু পথে রক্ত গেলে কি করবেন কি কি কারণে পায়ু পথে রক্ত যায়। পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায় পায়ুপথে রক্ত যাওয়ার বহুমিত কারণ রয়েছে আমি সর্বসাধারণের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি পায়ুপথে রক্ত গেলেই এটাকে পাইলস মনে করে আর ওষুধ কিনে খাবেন না কিংবা আমাদের চিকিৎসকদেরকে অনুরোধ করে বলবো পায়ুপথে রক্ত গেলে আপনি পাইলস মনে করে তার জন্য পাইলসের ওষুধ দিবেন না। কারণ পায় প্রতি বহুবিধ রোগ হয় এটা ক্যান্সারের জন্য অনেক সময় রক্ত যায় সেটা যদি আপনি পাইলস মনে করে ওষুধ দিয়ে থাকেন তাহলে রোগটা যে সময় নির্ণয় হবে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই রেক্টামে ক্যান্সার টা আমরা আগেভাগে যদি আমরা নির্ণয় করতে পারতাম।

যেটার আমরা সঠিক চিকিৎসা দিলে রোগীটা দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনা ছিল সেটা যদি বিলম্বে লোকটা নির্ণয় হয় সেটা যদি লিভারে বা শরীরের অন্য কোন অংশের ছড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে রোগী টাকে বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায় কাজেই পায়ুপথে রক্ত গেলে পাইলস নয় এটা বিভিন্ন কারণে হতে পারে এটা নির্ণয়ের জন্য যেমন ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন প্রোক্টজকপি কোলোনস্কপি করার প্রয়োজন হয় আমরা সঠিকভাবে যদি রোগটা নির্ণয় করতে পারি এবং সঠিক চিকিৎসা দিতে পারি তাহলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অনেক জটিলতা পরিহার করা যায়।

পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায় খাদ্য অভ্যাস:

পায়খানার সাথে রক্ত পড়া যাদের বহুদিন থেকে এই সমস্যা হয়ে থাকে এবং আবার ভালো হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় একটি মাংসপিণ্ড বাইরের দিকে বের হয়ে যায়। যেটাকে আমরা বলে থাকি সেন্টিনাল ট্যাগ সাধারণত খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এই রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করা যায়। পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায় যদি আমরা শাকসবজি বেশি খাই পানি বেশি খাই নিয়মিত ব্যায়াম করি তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

এছাড়া যে সকল খাবার পায়খানা কষা করে থাকে সে সকল খাবার যদি আমরা এভয়েড করি অথবা কম খায় সেক্ষেত্রে এই রোগ থেকে মুক্তি লাভ করা যায় যেমন গরুর খাসির মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ কাঁচা কলা এ ধরনের খাবার যদি আমরা কম খাই এবং পায়খানা যাতে নিয়মিত হয় এবং নরমালি হয় সেই দিকটা যদি আমরা লক্ষ্য রাখি তাহলে এ রোগ থেকে প্রায় সম্পূর্ণভাবে ভালো হওয়া যায়।

মলদ্বারে রক্তক্ষরণ এর চিকিৎসা:

পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায় সাধারণত খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এই রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করা যায়। যাদের ক্ষেত্রে এ ধরনের অভ্যাস করার পরেও সাধারণত ভালো হয় না তাদের ক্ষেত্রে আমরা অপারেশন করে থাকি বিভিন্নভাবে। আমরা এই অপারেশন করে থাকি সাধারণত খুব ছোট্ট একটি অপারেশন পায়ুপথের মধ্যে যেটাকে আমরা বলি ল্যাটেরাল ইন্টারনাল স্ফিঙ্কটেরতময় (lateral internal sphincterotomy) এটা আমরা ডায়াথার্মি দিয়ে করে থাকি। এছাড়াও বর্তমানে আমরা লেজারের মাধ্যমে এই অপারেশন করে থাকি। অপারেশনের সাকসেস রেট প্রায় 97%।

শেষ কথা:

পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায় রক্ত পড়া বন্ধের কারণ এবং চিকিৎসা সম্পর্কে আরও জানতে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। কোনো বিশেষ সমস্যা বা প্রতিক্রিয়া হলে, তা সঠিকভাবে চিকিৎসা নেওয়া উচিত।

পোস্ট ট্যাগ:

পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায়
paykhanar sathe rokto pora bondher upay
Ways to stop bleeding with stool
হঠাৎ মলের সাথে রক্ত যাওয়া
পুরুষের পায়খানার সাথে রক্ত পড়া কিসের লক্ষণ
পায়খানার সাথে রক্ত কিসের লক্ষণ
পায়খানার সাথে রক্ত পড়ে কেন
মাঝে মাঝে পায়খানার সাথে রক্ত
শক্ত পায়খানার সাথে রক্ত
পায়খানার সাথে রক্ত গেলে কি ক্ষতি হয়
পায়খানার সাথে রক্ত আসার কারণ ও প্রতিকার
মলদ্বারে মাংস বৃদ্ধি হোমিও
পাইলস এর চিকিৎসা ঔষধ হোমিওপ্যাথি
পাইলসের রক্ত পড়া বন্ধের ঔষধ
পায়খানার সাথে রক্ত গেলে করণীয়
হঠাৎ পায়খানার সাথে রক্ত
পায়খানার সাথে রক্ত পড়া কিসের লক্ষণ
পাইলসের রক্ত পড়া বন্ধের উপায়
মলদ্বারে রক্ত পড়া বন্ধ করার ঔষধ
পায়খানার সাথে রক্ত আসার কারণ কি
পায়খানার রাস্তায় রক্ত যাওয়ার কারণ
অর্শ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা