দ্রুত পেটের গ্যাস কমানোর উপায়

দ্রুত পেটের গ্যাস কমানোর উপায় প্রচন্ড গ্যাস্টিকের সমস্যায় ভুগলে এই লেখাটি আপনার অবশ্যই দেখা উচিত প্রিয় দর্শক পেটের সমস্ত গ্যাস বের করুন তিন মিনিটের মধ্যেই পেটে জমে থাকা গ্যাস একেবারেই দূর হবে ঔষধে নয় চারটি ঘরোয়া উপাদানে সর্বপ্রথম হচ্ছে জিরা যেটি আমরা আমাদের রান্নার কাজে মসলা হিসাবে ব্যবহার করে থাকি। শুধুমাত্র মসলা হিসাবে আমরা যে পদ্ধতিতে রান্না করছি এই পদ্ধতিতে জিরা খেলে জিরার কোন গুনাগুন ঠিক থাকে না তা নষ্ট হয়ে যায় কিন্তু জিরার এমন আশ্চর্যজনক গুণ রয়েছে এটি পেতে হলে আপনাকে কাঁচা জিরা টা খেতে হবে

দ্রুত পেটের গ্যাস কমানোর উপায়
দ্রুত পেটের গ্যাস কমানোর উপায়

এটি শরীর থেকে 24 টি আরও বেশি রোগ দূর করতে পারে আজকে শুধুমাত্র আমরা গ্যাস ও এসিডিটি দূর করতে জিরার ব্যবহার সম্পর্কে জানব অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন প্রিয় দর্শক দ্রুত পেটের গ্যাস কমানোর উপায় এক্ষেত্রে কাঁচা জিরা অথবা গুরুজিরা দুটোই ব্যবহার করতে পারবেন মনে রাখবেন গুরুজিরা যদি আপনি কিনেন তাহলে পরিষ্কার কিনা এটা নিশ্চিত হয়ে নেবেন সবচেয়ে ভালো হয় ঘরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর ব্লেন্ডারে আপনি গুঁড়ো করে নিবেন তাহলে বিশুদ্ধ গুঁড়োজিরাটা আপনি পেয়ে যাবেন

তাহলে জিরা ভালো করে ধুয়ে চামচে করে রোদে শুকিয়ে এটা আপনি একটা এয়ারটাইট বক্সে রাখলে এটি নষ্ট হবে না ১৫ দিনের মতো ব্যবহার করতে পারবেন গ্যাস ও এসিডিটির সমস্যা যদি হঠাৎ করে হয়ে থাকে অর্থাৎ আপনি প্রচন্ড গ্যাসে সমস্যায় ভুগছেন খুব কষ্ট হচ্ছে সাথে সাথে কোন গ্যাস্টিকের ওষুধ না খেয়ে হাফ চা চামচ জিরার গুঁড়ো এক গ্লাস উষ্ণ পানিতে মিশিয়ে খেয়ে ফেলো দ্রুত পেটের গ্যাস কমানোর উপায় মনে রাখবেন আপনি অমিপ্রাজল খাবেন আপনার কিডনি নষ্ট হবে কিন্তু জিরার গুড়ো খাবেন আপনার এসিডিটি দূর হবে কিন্তু আপনার কিডনির কোন ক্ষতি হবে না আবার যাদের দীর্ঘদিন যাবত গ্যাসের সমস্যা লেগেই রয়েছে তারা সরাসরি এক চা চামচ কাঁচা জিরা এক গ্লাস নরমাল পানিতে রাতে ভিজিয়ে রাখুন।

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে উষন পানি পান করার আধা ঘন্টা পর এই জিরার পানি পান করুন জিরা ছেকে খেয়ে নিতে পারেন অথবা পানিটুকু পান করে অবশিষ্ট জিরা চিবিয়ে খেয়ে নিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি যেভাবেই খান না কেন জিরা খাওয়া মাত্রই পেটের সকল গ্যাস ডায়রিয়া আমাশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ

গ্যাসের সমস্যা দূর করার ঘরোয়া উপায়

দ্রুত পেটের গ্যাস কমানোর উপায় প্রিয়দর্শক এর পরে হচ্ছে লবঙ্গ হঠাৎ করে গ্যাস এসিডিটি হলে দুই থেকে তিনটি লবঙ্গ খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে এক গ্লাস উষ্ণ পানি পান করুন অনেকে লবঙ্গ খেতে পারেন না খুব কষ্ট হয় তাদের জন্য পুরনো অপশনটিতে রয়েছে জিরা খেতে পারেন তবে লবঙ্গটা অনেক ক্ষেত্রে জিরা থেকেও বেশি উপকার দেয় আর এটি ঝটপট খেয়ে ফেলা যায় যাদের গ্যাসের পরিমাণ খুব মারাত্মক প্রায়ই গেছে সমস্যা হচ্ছে তারা রোজ রাতে ঘুমোতে যাবার আগে দুটি লবঙ্গ যদি নিয়মিত খুব ভালো করি একে এক গ্লাস হালকা উষ্ণ পানি অর্থাৎ গরম পানি পান করেন তারপর সকালে উঠে দেখবেন আপনার আর গ্যাসের সমস্যা থাকবেন টানা ২১ দিন একই নিয়মে লবঙ্গ সেবন করুন। দ্রুত পেটের গ্যাস কমানোর উপায় লবঙ্গ খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে লবঙ্গের ফুলটি অবশ্যই থাকে মাথায় যে ছোট্ট ফুল রয়েছে এটি আপনাকে অবশ্যই খেতেই হবে এটি ফেলে দিয়ে খেলে কিন্তু হবেনা

কারণ এই ফুলের মধ্যে রয়েছে ৯০ ভাগ্য যা আপনার গ্যাসের সমস্যা মিটিয়ে দেবে ইনশাআল্লাহ তবে মনে রাখবেন ছোট শিশুদের কোনভাবেই লবঙ্গ খাওয়ানো যাবে না গ্যাসের সমস্যার জন্য এটা ১২ বছরের অধিক বয়স যাতে তারাই শুধুমাত্র খেতে পারবে প্রিয় দর্শক তৃতীয়টি হচ্ছে জোয়ান এই জোয়ান অনেকেই চেনেন না এটি খুব একটা সচরাচর আমাদের ঘরেও থাকে না তবে আপনি যদি কোন মসলার দোকানে গিয়ে বলেন যে আমি জোয়ান কিনতে চাই তাহলে তারা আপনাকে অবশ্যই দিবে জোয়ান পেটের যেকোনো সমস্যা দূর করতে পারে গ্যাস এসিডিটি পেট ব্যথা বদহজম টক ঢেঁকুর এই সকল সমস্যা দূর করতে এই উপাদানটি খুব দ্রুত কাজ করে।

দ্রুত পেটের গ্যাস কমানোর উপায় এরপর হচ্ছে আদা এটি কিন্তু সবার ঘরে আছে এটি আমরা মসলার কাজে ব্যবহার করে থাকি আবার অনেকে চায়ের সঙ্গে মিশিয়ে খায় কাঁচা আধা যদি আপনি চিবিয়ে খেতে পারেন অথবা কাঁচা আদার রস এক চা চামচ পরিমাণে খেতে পারেন তাহলে পেটের সব ধরনের রোগ দূর করা সম্ভব হঠাৎ করে পেটে গ্যাস এসিডিটি বা টক ঢেকর হচ্ছে সাথে সাথে এক ইঞ্চি আদা কেটে ভালো করে চিবিয়ে খেয়ে নিন।

যারা একটু লবণ দিয়ে খেতে চান তারা বাজারের সাদা লবণ না খেয়ে পিং সল্ট অথবা সামান্য পরিমাণ বিট লবণ সহ চিবিয়ে খেয়ে নিন তবে মনে রাখবেন বিট লবণ বেশি খাওয়া যাবেনা প্রিয় দর্শক আশা করি আপনার ঘরের মধ্যে পাওয়া এই তিনটি বস্তু অর্থাৎ লবঙ্গ জিরা এবং আদা এই তিনটি উপাদান খেয়ে আপনারা আপনাদের পেটের গ্যাস দূর করবেন আজ থেকে চেষ্টা করুন পাওয়া যেকোনো ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খাওয়া থেকে দূরে থাকার জন্য কারণ ধারাবাহিকভাবে নিয়মিত গ্যাস্টিকের ওষুধ খেলে কিডনির বড় ধরনের সমস্যা হয়ে যায় দ্রুত পেটের গ্যাস কমানোর উপায় তাই ঘরোয়া উপায়ে অর্গানিক খাবার খেয়ে পেটের গ্যাসকে দূর করার চেষ্টা করুন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন

পেটে গ্যাস কমানোর উপায়
গ্যাসের সমস্যা দূর করার ঘরোয়া উপায়
পেটের গ্যাস বের করার উপায়
কিভাবে তাৎক্ষনিক পেট থেকে গ্যাস দূর করবেন ঘরোয়া উপায়?
কি খেলে দ্রুত পেটের গ্যাস কমে?
লবণ পানি খেলে কি গ্যাস কমে?
কি খেলে পেট ফাঁপা কমে যায়?
দ্রুত পেটের গ্যাস কমানোর ঘরোয়া উপায়
পেটে গ্যাসের ব্যথা কমানোর ওষুধ
পেটের গ্যাস কমানোর খাবার
সকালে কি খেলে গ্যাস হবে না
চিরতরে গ্যাস দূর করার উপায়
পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়
অতিরিক্ত গ্যাস হলে কি খাওয়া উচিত
অতিরিক্ত গ্যাস হলে কি করনীয়